
নিউজ ডেস্কঃ ফুটপাত দখলের পর সড়ক গিলতে শুরু করেছে বিভিন্ন অবৈধ দোকান। যান চলাচলের রাস্তার অর্ধেক জুড়ে চেয়ার-টেবিল পেতে চলছে চা, বিস্কুট, বার্গারসহ নানা খাবার বিক্রি। যেখানে-সেখানে রাস্তার ওপরেই ভাসমান দোকান বসিয়ে চলছে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি। এতে যান চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফুটপাতে হাঁটতে হিমশিম খেতে হচ্ছে পথচারীদের। এমন পরিস্থিতিতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসন এবং পথচারীদের স্বচ্ছন্দে চলাচল নিশ্চিতে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগ।শনিবার (২৬ অক্টোবর) মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে পিসি কালচার হাউজিং; সূচনা কমিউনিটি সেন্টার থেকে শিয়া মসজিদ পর্যন্ত ফুটপাত ও সড়কে স্থাপিত স্থায়ী-ভাসমান অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। ট্রাফিক পক্ষ-২০২৪ উপলক্ষে মোহাম্মদপুর ট্রাফিক জোন এ কার্যক্রম চালায়।বিষয়টি রাতে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।