
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পরে দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলছেন, “আন্দোলনের শুরু থেকেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। অথচ আন্দোলনে ছাত্রদের নিহতের মামলায় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।” শনিবার দুপুরে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন জিএম কাদের।
তিনি বলেন, “আন্দোলনে অংশ নেওয়ার কারণে রংপুরে ১১টি মিথ্যা মামলায় জাপার অন্তত ৩৩ জন নেতাকর্মী আসামি হয়েছেন। তাদের অনেকেই জেল খেটেছেন, রংপুরে দুইজন নেতা শহীদ হয়েছেন, রাজধানীতেও পার্টি সক্রিয় অংশ নিয়েছে। জাপা কেন্দ্রীয়ভাবে যৌথসভা করে সারা দেশের নেতাকর্মীদের ছাত্রদের পক্ষে কাজ করতে নির্দেশনা দিয়েছিল। “কিন্তু এখন হত্যা মামলায় পার্টির নেতাদের আসামি করা হচ্ছে, এই অন্যায় আমরা মানব না, আমরা এর প্রতিবাদ করব।”