
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব পুরোপুরি কেটে যাওয়ায় সব সমুদ্রবন্দর থেকে নামানো হয়েছে সতর্কতা সংকেত। মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোর গভীর সাগরে নামতে আর বাধা নেই। তবে ঘূর্ণিঝড় কেটে গেলে তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। শনিবার (২৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।