News71.com
 Bangladesh
 24 Oct 24, 06:56 PM
 119           
 0
 24 Oct 24, 06:56 PM

উপকুলে আছড়ে পড়া ঘূর্নিঝড়ের প্রভাবে ঢাকাসহ ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস॥

উপকুলে আছড়ে পড়া ঘূর্নিঝড়ের প্রভাবে ঢাকাসহ ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস॥

নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত ভারী ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতি ভারী ৮৯ মিলিমিটার বর্ষণ হতে পারে।

তিন দিনের অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন