News71.com
 Bangladesh
 23 Oct 24, 10:52 PM
 133           
 0
 23 Oct 24, 10:52 PM

সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে নিষিদ্ধ ঘোষিত হল বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি॥

সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে নিষিদ্ধ ঘোষিত হল বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের ‘ভ্রাতৃপ্রতিম’ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ‘নিষিদ্ধ সত্তা’ হিসেবে তালিকাভুক্ত করা হলো। ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণ ব্যাখ্যা করে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা–পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বৎসরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ‘হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট–বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী’ কর্মকাণ্ডে জড়িত ছিল। এ বিষয়ে প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতে প্রমাণিতও হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন