News71.com
 Bangladesh
 21 Oct 24, 10:39 PM
 145           
 0
 21 Oct 24, 10:39 PM

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিনিয়োগকারিদের মানববন্ধন॥

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিনিয়োগকারিদের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে আবার মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের কারণে কয়েক দিনের বিরতির পর আজ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে এ মানববন্ধন করেন তাঁরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে জমায়েত হন বিনিয়োগকারীরা। তাঁরা দাবি করেন, বর্তমান কমিশনের অদক্ষতার কারণে প্রতিদিনই পুঁজিবাজারে দরপতন হচ্ছে। পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পুঁজির সুরক্ষা দিতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে বিএসইসি চেয়ারম্যানকে সরে যাওয়ার আহ্বান জানান তাঁরা। এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন