News71.com
 Bangladesh
 21 Oct 24, 09:38 AM
 117           
 0
 21 Oct 24, 09:38 AM

ছাত্র অবরোধের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান॥

ছাত্র অবরোধের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান॥

 

নিউজ ডেস্কঃ এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে বৈষম্যহীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।রোববার (২০ অক্টোবর) রাতে কয়েকটি গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তপন কুমার জানান, আগামীকাল সোমবার (২১ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি শিক্ষার্থীদের দাবিও মন্ত্রণালয়ে পাঠাবেন।

এর আগে দুপুরে এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে বৈষম্যহীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। এ সময় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুপুরের দিকে বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বিক্ষোভ করার সময় হামলায় তারা আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন