News71.com
 Bangladesh
 21 Oct 24, 09:33 AM
 75           
 0
 21 Oct 24, 09:33 AM

হজের টাকা ফেরতের নামে প্রতারণা॥ সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

হজের টাকা ফেরতের নামে প্রতারণা॥ সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

 

নিউজ ডেস্কঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ফোনে টাকা ফেরতের আশ্বাস দিয়ে হাজি, হজযাত্রী ও এজেন্সি মালিকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এ নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করতে রবিবার এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। জরুরি বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় বলছে, হজের টাকা ফেরত দেওয়ার নাম করে ওই চক্র হজযাত্রী, হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাইছে। ধর্ম মন্ত্রণালয় থেকে হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে BEFTN বা চেকের মাধ্যমে পাঠানো হয়। এ জন্য কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না।

গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজ শেষে যদি কোনো টাকা হাজি সাহেবদের ফেরত দেয়া হয়, তাহলে সেটা মন্ত্রণালয় যথাযথভাবে হাজি ও হজ এজেন্সির মাধ্যমে পরিশোধ করে। এছাড়া বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধন বাতিল করলে সংশ্লিষ্ট ব্যক্তি টাকা ফেরত পান। সেটাও দেয়া হয় চেকের মাধ্যমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন