
নিউজ ডেস্কঃ দুর্নীতি ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে আপাতত কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে অ্যানেক্ম ভবনের সামনে বিক্ষোভস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এই তথ্য জানান। এই ঘোষণার পর আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছাড়েন। এই ১২ বিচারপতি আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া বলে জানা গেছে। এর আগে কয়েকজন বিচারপতিকে ডেকে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর সাড়ে ১২টার পর থেকে একে একে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে আসেন ৭ বিচারপতি। সাত বিচারপতি হলেন- খোন্দকার দিলিরুজ্জামান, এস এম মনিরুজ্জামান, মো. আখতারুজ্জামান, শাহেদ নূর উদ্দিন, এস এম মাসূদ হোসেন দোলন, মো. আমিনুল ইসলাম।