News71.com
 Bangladesh
 13 Oct 24, 08:16 PM
 138           
 0
 13 Oct 24, 08:16 PM

গনহত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতারে পরোয়ানা চাইবে ট্রাইব্যুনাল॥প্রধান প্রসিকিউটর

গনহত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতারে পরোয়ানা চাইবে ট্রাইব্যুনাল॥প্রধান প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ সারাদেশে জুলাই-আগস্টে যে গণহত্যা সংঘটিত হয় তার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেছে নেয় সরকার। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম নিয়োগ হলেও বাকি ছিল বিচারক নিয়োগ, গত বৃহস্পতিবার আইন উপদেষ্টা জানান, এ সপ্তাহেই বিচারক নিয়োগ হবে ট্রাইব্যুনালে। বিচার শুরু হবে এক মাসের মধ্যেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা এখানে বিচার করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করছি ফুলস্কেলে মাস খানেকের মধ্যে বিচার শুরু হয়ে যাবে। রোববার বন্ধের দিনও তদন্ত সংস্থার কাজ চলে পুরোদমে। চিফ প্রসিকিউটর জানান, বিচারক নিয়োগ হলেই শুরু হবে প্রাথমিক কাজ। এ সপ্তাহেই শেখ হাসিনাসহ পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে চাওয়া হবে গ্রেফতারি পরোয়ানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন