News71.com
 Bangladesh
 13 Oct 24, 08:15 PM
 118           
 0
 13 Oct 24, 08:15 PM

প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও মানুষের ভাগ্য বদলায়নি॥ গয়েশ্বর চন্দ্র রায়

প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও মানুষের ভাগ্য বদলায়নি॥ গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্কঃ সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার বদলে গেছে। তুমি-আমি আগে যেমন ছিলাম, তেমনই আছি। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। সব আগের মতোই আছে, শুধু শেখ হাসিনা নেই। রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন’ দিবস উপলক্ষে বিএনপির প্রচার দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হওয়া মামলায় এখনও বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হচ্ছে। প্রশ্ন তোলেন, সেগুলোতে এখনও কেন হাজিরা দিতে হচ্ছে? সরকার পরিবর্তন হওয়ার পরও কেন এমন ভোগান্তি পোহাতে হচ্ছে? এরপরই বলেন, এজন্যই বলেছি সরকার আগের মতোই আছে। পরিবর্তন হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন