News71.com
 Bangladesh
 13 Oct 24, 11:00 AM
 99           
 0
 13 Oct 24, 11:00 AM

‘বিচার বিভাগের কাজ দেখেই জনগণ বুঝতে পারবে আমাদের পদক্ষেপ॥ প্রধান বিচারপতি

‘বিচার বিভাগের কাজ দেখেই জনগণ বুঝতে পারবে আমাদের পদক্ষেপ॥ প্রধান বিচারপতি

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের কাজ ও কর্মের মধ্য দিয়েই জনগণ বুঝতে পারবে আমাদের পদক্ষেপ। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই পরিবারের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক, যে কারণে আমরা তাদের এই উৎসবের সাথে সামিল হওয়ার জন্য এসেছি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ। এ সময় প্রধান বিচারপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন