News71.com
 Bangladesh
 12 Oct 24, 07:43 PM
 112           
 0
 12 Oct 24, 07:43 PM

গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার করা হবে॥ উপদেষ্টা নাহিদ ইসলাম

গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার করা হবে॥ উপদেষ্টা নাহিদ ইসলাম

 

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্ট গণহত্যার পক্ষে যে-সব গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কাজ করেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। এখনও যাদের সম্পৃক্ততা আছে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা হবে। শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় তাকে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও সৈয়দপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও জামায়াত ইসলামী পৃথকভাবে উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে বাংলাদেশ বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এই সফরে তার সঙ্গে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন