
নিউজ ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়ায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার সাত বছর পর মামলা করা হয়েছে। মামলায় ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে প্রধান করে ২৫১ জনের নাম উল্লেখ ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহর গতিরোধ করেন। সেখানে দেশীয় অস্ত্রশস্র সজ্জিত হয়ে ককটেল ও গুলি চালায়। তখন ২০-২৫টি গাড়ি ভাংচুর করে বিএনপির নেতাকর্মীদের হত্যার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে আহত হন। এছাড়া প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হয়।