News71.com
 Bangladesh
 11 Oct 24, 10:40 AM
 128           
 0
 11 Oct 24, 10:40 AM

এনএসআই’র সাবেক পরিচালক কমোডর মনিরুল ৩ দিনের রিমান্ডে॥

এনএসআই’র সাবেক পরিচালক কমোডর মনিরুল ৩ দিনের রিমান্ডে॥

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ১৭ বছর বয়সী কিশোর বাহাদুর হোসেন মনিরের মৃত্যুর মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়, অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, বুধবার (৯ অক্টোবর) রাজধানীর কোতয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন