
নিউজ ডেস্কঃ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক, সামাজিক, এবং কূটনৈতিক তৎপরতায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে রাজনৈতিক কোণঠাসা অবস্থানে থাকা জামায়াত এখন নিজেদের অবস্থান শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে। সারাদেশে দলকে মজবুত করতে বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে জামায়াত। সম্প্রতি দলটি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ১০ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেছে, যেখানে নির্বাচনী প্রক্রিয়া, আইন, বিচারব্যবস্থা, এবং সংসদীয় প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি, দলটি কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উপরও জোর দিচ্ছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সাম্প্রতিক সময়ে নিয়মিত যোগাযোগ শুরু করেছে জামায়াত। ইতিমধ্যে চীনের রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনীতিক জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি, আগামী ২৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে জামায়াত। এটি হবে শেখ হাসিনার পতনের পর দলটির প্রথম বড় ধরনের সমাবেশ।দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের আক্রমণে জামায়াতের নেতাকর্মীরা হতাহত হয়েছিলেন। সেই ঘটনার স্মৃতিচারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।