News71.com
 Bangladesh
 10 Oct 24, 11:25 PM
 138           
 0
 10 Oct 24, 11:25 PM

শ্রীমঙ্গলে রিসোর্টের কক্ষে পড়েছিল সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ॥

শ্রীমঙ্গলে রিসোর্টের কক্ষে পড়েছিল সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ॥

 

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের একটি কক্ষ থেকে মিলল শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রিসোর্টের কক্ষের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিন বিকেলে এই তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি আলি মোহাম্মদ। তিনি বলেন, সকালে শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। পরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।গতকাল মৌলভীবাজারে পৌঁছে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেন সালাহ উদ্দিন মাহমুদ। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে যান। সকাল সাড়ে ৮টার দিকে গিয়ে তার রুম ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করে। রাত ১০টার পর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোনো এক সময় তিনি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন