
নিউজ ডেস্কঃ পিরোজপুরের সদর উপজেলার কদমতলার নুরানী গেট এলাকায় প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আটজনের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। স্থানীয়রা জানান, রাতে প্রাইভেটকারে তারা পিরোজপুর শহর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান সত্যতা নিশ্চিত করেছেন।