News71.com
 Bangladesh
 03 Oct 24, 11:26 AM
 121           
 0
 03 Oct 24, 11:26 AM

প্রমত্ত পদ্মার ভাঙনে মানিকগঞ্জের এক ইউনিয়নের ১৩ মৌজার বারোটিই বিলীন॥

প্রমত্ত পদ্মার ভাঙনে মানিকগঞ্জের এক ইউনিয়নের ১৩ মৌজার বারোটিই বিলীন॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ পদ্মা নদী একেক সময় একেক রূপে নিজের অবস্থান জানান দেয় সে। এবার এই নদীর ভয়াল রূপ দেখছে মানিকগঞ্জ। এই জেলার হরিরামপুরের বুক চিড়ে বয়ে গেছে পদ্মা নদী। উওরপাড়ে ১০ টি এবং দক্ষিণপাড়ে ৩টিসহ মোট ১৩টি ইউনিয়ন রয়েছে এই উপজেলায়। যার মধ্যে কাঞ্চনপুর ইউনিয়নের ১৩ টির মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ১২টি মৌজা। নদীর দক্ষিণপাড়ের ইউনিয়নগুলোর অধিকাংশই নদী গর্ভে বিলীন হয়েছে অনেক আগেই। তবে দ্রুত সময়ের ভিতর ভাঙন কবলিত অবশিষ্ট অংশটুকুকে রক্ষা করা না গেলে জেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে বাকিটুকু। হরিরামপুর উপজেলা গঠিত হয়েছে গালা, হারুকান্দি,গোপীনাথপুর, রামকৃষ্ণপুর, চালা, আজিমনগর, বয়ড়া, বাল্লা, কাঞ্চনপুর, বলড়া, ধুলশুড়া, সুতালড়ি এবং লেছড়াগঞ্জ নিয়ে। পদ্মা নদীর দক্ষিণপাড়ের ৩ টি ইউনিয়নের প্রায় দুটিই বিলীন এবং অবশিষ্ট আছে মাত্র একটি। আর নদীর উত্তরপাড়ের দশটি ইউনিয়নের মধ্যে কাঞ্চনপুর ইউনিয়নের ১৩ টি মৌজার ১২ টি মৌজা পদ্মায় ইতোমধ্যে বিলীন হওয়ার পর বর্তমানে শেষ মৌজা (গৌড়বড়দিয়া ) ২ নং ওয়ার্ড / ৩ নং ওয়ার্ডের তীরবর্তী মালুচি ও কুশিয়ারচরেও ভাঙন দেখা দিয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ভাঙন কবলিত ইউনিয়নের প্রায় ৭০-৭৫ ভাগ এরই মধ্যে পদ্মা নদীতে বিলীন হয়েছে। গত কয়েক দিনের নতুন এই ভাঙনের কবলে পড়ে পদ্মা তীরবর্তী অঞ্চলের মানুষ আতঙ্কে দিন পার করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন