News71.com
 Bangladesh
 02 Oct 24, 11:49 PM
 108           
 0
 02 Oct 24, 11:49 PM

লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ॥

লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ লেবাননে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কনস্যুলার ও কল্যাণসেবা দিতে পারবে না বৈরুতে বাংলাদেশ দূতাবাস।বুধবার (২ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে।দূতাবাসের বার্তায় বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেবাননে উদ্ভূত ক্রম অবনতিশীল পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বৈরুতের বাংলাদেশ দূতাবাস (কনস্যুলার ও কল্যাণ) সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭- এ যোগাযোগ করে সেবা গ্রহণ করা যাবে।

 

গত কয়েকদিন ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে বোমা হামলা চালিয়ে সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। হিজবুল্লাহর আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে খবর। এ ঘটনার পর ইসরায়েলেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরইমধ্যে মঙ্গলবার রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব ঘটনায় লেবাননসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন