News71.com
 Bangladesh
 02 Oct 24, 11:47 PM
 120           
 0
 02 Oct 24, 11:47 PM

অতিরিক্ত আইজি পদে পুলিশের ৬ কর্মকর্তার পদোন্নতি॥

অতিরিক্ত আইজি পদে পুলিশের ৬ কর্মকর্তার পদোন্নতি॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ছয় কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশঅতিরিক্ত আইজি পদে পুলিশের ৬ কর্মকর্তার পদোন্নতি॥-১ শাখার উপসচিব আবু সাঈদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার গত ১ অক্টোবর স্মারকমূলে নিম্নবর্ণিত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন-অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, (পুলিশ স্টাফ কলেজ) মো. মতিউর রহমান শেখ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আলমগীর আলম ও মো. দেলোয়ার হোসেন মিঞা, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সরদার তমিজ উদ্দিন আহমেদ, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলম এবং সারদা পুলিশ একাডেমির উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল মাহমুদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন