News71.com
 Bangladesh
 02 Oct 24, 11:47 PM
 102           
 0
 02 Oct 24, 11:47 PM

নিয়োগের ৩ দিনের মধ্যেই বাদ পড়লেন নৌ-পরিবহন সচিব॥

নিয়োগের ৩ দিনের মধ্যেই বাদ পড়লেন নৌ-পরিবহন সচিব॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ নিয়োগ পাওয়ার ৩ দিনের মধ্যে বাদ পড়লেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ কে এম মতিউর রহমান। সচিব পদ থেকে তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর সচিব হিসবে নিয়োগ পেয়েছিলেন এই কর্মকর্তা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। এদিকে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদকে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু নঈমকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন