News71.com
 Bangladesh
 01 Oct 24, 12:02 AM
 98           
 0
 01 Oct 24, 12:02 AM

‘মব জাস্টিস’ রোধে বিচারিক অনুসন্ধান চেয়ে রিট॥

‘মব জাস্টিস’ রোধে বিচারিক অনুসন্ধান চেয়ে রিট॥

 

 

 

নিউজ ডেস্কঃ ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাসহ এ ধরনের ‘মব জাস্টিসে’ ঘটনার বিচারিক অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আ ‘নট টুডে’ (আজকে শুনানি নয়) রেখেছেন। ‘মব জাস্টিস’ বা ‘মব কিলিং’ বা ‘মব লিঞ্চিং’ তথা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার বা হত্যা বা নির্যাতন রোধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইন ও  সালিশ কেন্দ্রের পক্ষে চেয়ারপার্সন জেড আই খান পান্না ২৩ সেপ্টেম্বর এ রিট করেন।  

 

রিটে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহাদ্দেস-উল-ইসলাম।রিট আবেদনে রুল চাওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামের এক যুবক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজারে আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যার ঘটনাসহ এ ধরনের ‘মব জাস্টিসে’  জড়িতদের খুঁজে বের করতে বিচারিক অনুসন্ধানের নির্দেশনাও চাওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন