
নিজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সৌদি আরবে ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা দুই দেশেরই অর্থনীতিতে অবদান রাখছেন। আমরা সৌদি আরবের ভিশন-২০৩০ এর অংশীদার হতে আগ্রহী। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে ৯৪তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।