News71.com
 Bangladesh
 30 Sep 24, 09:27 AM
 92           
 0
 30 Sep 24, 09:27 AM

জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার দায়ে আরও এক আসামি গ্রেপ্তার॥

জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার দায়ে আরও এক আসামি গ্রেপ্তার॥

 

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম (২১) নামের আরও একজন গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হলো। শনিবার (২ঌ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে রাজধানীর তুরাগ ধানার ধউর থেকে তাকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক অলক কুমার দে। রাত ১২টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম ভূঁইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোট শালগর গ্রামের মোহাম্মদ মোসলেউদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা হত্যা মামলার তিনি ৪ নম্বর আসামি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরে মামলা দায়েরের পর থেকে আসামিরা বিভিন্নস্থানে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় সাইফুল ইসলামের অবস্থান নিশ্চিতের পর অভিযান চালানো হয়। পরে তুরাগ থানার ধউর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন