News71.com
 Bangladesh
 29 Sep 24, 11:02 AM
 128           
 0
 29 Sep 24, 11:02 AM

বদল হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের নাম॥

বদল হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের নাম॥

 

 

 

 

 

নিউজ ডেস্কঃ দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৫টি। এর মধ্যে ১৩টি বিশ্ববিদ্যালয়ই স্থাপন করা হয়েছে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানসহ পরিবারের কয়েকজনের নামে। শুধু শেখ হাসিনার নামেই রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় ও তিনটি সরকারি মেডিক্যাল কলেজ। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে রয়েছে ৯টি বিশ্ববিদ্যালয় ও দুটি মেডিক্যাল কলেজ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামেও রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার দাদি শেখ সায়েরা খাতুনের নামে রয়েছে মেডিক্যাল কলেজ। এই বিশ্ববিদ্যালয়-মেডিক্যালগুলোর বেশির ভাগ স্থাপিত হয়েছে ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে। অনেক ক্ষেত্রে একই নামে স্থাপিত হয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়। এতে বিপাকে পড়েছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাও। কারণ একই নামের কারণে প্রতিষ্ঠানগুলো আলাদা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান সরকার যত্রতত্র নামকরণ বন্ধের উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত নীতিমালা হওয়ার পর পরিবর্তন করা হবে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলোর নাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন