
নিউজ ডেস্কঃ দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৫টি। এর মধ্যে ১৩টি বিশ্ববিদ্যালয়ই স্থাপন করা হয়েছে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানসহ পরিবারের কয়েকজনের নামে। শুধু শেখ হাসিনার নামেই রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় ও তিনটি সরকারি মেডিক্যাল কলেজ। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে রয়েছে ৯টি বিশ্ববিদ্যালয় ও দুটি মেডিক্যাল কলেজ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামেও রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার দাদি শেখ সায়েরা খাতুনের নামে রয়েছে মেডিক্যাল কলেজ। এই বিশ্ববিদ্যালয়-মেডিক্যালগুলোর বেশির ভাগ স্থাপিত হয়েছে ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে। অনেক ক্ষেত্রে একই নামে স্থাপিত হয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়। এতে বিপাকে পড়েছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাও। কারণ একই নামের কারণে প্রতিষ্ঠানগুলো আলাদা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান সরকার যত্রতত্র নামকরণ বন্ধের উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত নীতিমালা হওয়ার পর পরিবর্তন করা হবে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলোর নাম।