
নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ‘নিরপরাধ কেউ মামলার আসামি হলে ভয়ের কোনো কারণ নেই। মামলা হলে যে গ্রেপ্তারের আওতায় আসবে তা নয়। কেউ যদি অপরাধের সাথে সত্যিকার অর্থে জড়িত থাকে , তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। নিরীহ কাউকে যদি আসামি করা হয়, সেটা যাচাই-বাছাই হবে। সুতরাং এটা নিয়ে ভীত হওয়ার কারণ নেই।’ শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মামলার ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখার সুযোগ নেই জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা আশ্বস্ত যে, মামলায় অনেক সাংবাদিকের নাম আছে। তেমনি অনেক পুলিশ সদস্যও আসামি হয়েছেন।’ তিনি বলেন, ‘সাংবাদিক মহলের চেয়ে পুলিশের সদস্য অনেক বেশি। যারা সত্যিকার অর্থে ঘটনায় জড়িত, তাদের আসামি করলে মামলা শক্ত ও তদন্ত করা সহজ হয়। অনেক ক্ষেত্রে বিজিবি, ডিসি ও বিভাগীয় কমিশনারদের আসামি করা হয়েছে। আমরা পুলিশকে বলেছি, থানায় মামলা রেকর্ড করার আগে যাচাই-বাছাই করে দেখে নেওয়ার জন্য। প্রতিটি মামলা বিশ্লেষণের জন্য আমরা পৃথক তদন্ত কমিটি করেছি।’ আইজিপি বলেন, ‘মব জাস্টিসের নামে কেউ অন্যায়-অবিচার করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের প্রত্যেকটি হত্যার বিচার হবে। প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচারের জন্য তদন্ত করা হবে। সাম্প্রতিক সময়ে আরেকটি অপরাধ হচ্ছে মব জাস্টিস।