News71.com
 Bangladesh
 26 Sep 24, 10:13 PM
 108           
 0
 26 Sep 24, 10:13 PM

রাজধানীতে ৭৯ মিলিমিটার বর্ষণ॥ সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল

রাজধানীতে ৭৯ মিলিমিটার বর্ষণ॥ সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল

 

নিউজ ডেস্কঃ রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়েছে। তবে রোদের দেখা মিলতে পারে শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকাসহ দক্ষিণাঞ্চলে কাল সূর্যের দেখা মিলবে। তবে উত্তরে আরেকটু সময় লাগে। মাসের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়তে পারে । দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১৫৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৭৯ মিলিমিটার। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন