News71.com
 Bangladesh
 26 Sep 24, 10:07 AM
 124           
 0
 26 Sep 24, 10:07 AM

জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি বাতিল॥

জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি বাতিল॥

 

নিউজ ডেস্কঃ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি’র জনসংযোগ পরিচালক শরিফুল ইসলাম গতকাল এই তথ্য জানান। তিনি বলেন, বাতিল করায় এসব এনআইডি’র বিপরীতে দেশে আর কোনো সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। মিথ্যা তথ্য দিয়ে আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি নেয়ার ঘটনা তদন্তে গত জুন মাসে কমিটি করেছিল ইসি। এখন ইসি হারিছ ও তোফায়েলের করা চারটি ভুয়া এনআইডি বাতিল করলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন