News71.com
 Bangladesh
 26 Sep 24, 10:06 AM
 115           
 0
 26 Sep 24, 10:06 AM

উচ্চ আদালতের কর্মরতদের জন্য প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনা॥

উচ্চ আদালতের কর্মরতদের জন্য প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনা॥


নিউজ ডেস্কঃ সহজভাবে জনগণকে সেবা দেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।গত ১৮ সেপ্টেম্ববরের এই ১২ দফা নির্দেশনা নোটিশ আকারে ২৪ সেপ্টেম্বর জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩৮টি এবং আপিল বিভাগে ১৯টি শাখা রয়েছে। একজন রেজিস্ট্রার জেনারেল, তিনজন রেজিস্ট্রার, চাজন অতিরিক্ত রেজিস্ট্রার, একজন স্পেশাল অফিসার, ১২ জন ডেপুটি রেজিস্ট্রার, ২০ জন সহকারী রেজিস্ট্রারসহ বিভিন্ন কোর্ট ও শাখায় মোট ২৫০০ কর্মকর্তা-কর্মচারী সুপ্রিম কোর্টে কর্মরত রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন