News71.com
 Bangladesh
 25 Sep 24, 09:36 PM
 105           
 0
 25 Sep 24, 09:36 PM

ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চাই॥ বাণিজ্য উপদেষ্টা

ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চাই॥ বাণিজ্য উপদেষ্টা

 

নিউজ ডেস্কঃ সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। সরকার ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান। সাক্ষাতে ব্যবসা সহজ করা, ট্যারিফ কমানো, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট ও ক্যাশলেস ট্রানজেকশন বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। বিগত ১৬ বছরে কোনো নিয়ম মানা হয়নি। ব্যাংকগুলোয় ১৮ হাজার কোটি টাকা শর্টেজ এমনিতে হয়নি। আমরা আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। ব্যবসা-বাণিজ্যে আননেসেসারি অবস্ট্যাকল (অপ্রয়োজনীয় বাধা) যা আছে, তা কমাতে চাই। যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে, গুলশান -বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে। ১৮ কোটি মানুষের জন্য তো এক কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবে না। প্রয়োজন সিভিক সেন্স (নাগরিকসুলভ শিষ্টাচারবোধ) জাগ্রত করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন