
নিউজ ডেস্কঃ দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে আগামীকাল যদি কোনো পক্ষ বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ বলেন, আপনার জানেন সরকার গঠনের পর থেকেই যেহেতু দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিটি সেক্টর থেকেই বৈষম্যের শিকার মানুষ সেই দাবিগুলো নিয়েই এসেছে। একইভাবে শ্রমিকেরাও তাদের দাবি নিয়ে এসেছে। এই সমস্যা দীর্ঘদিনের। বিগত সময়ে শ্রমিকদের সকল দাবি দমিয়ে রাখা হয়েছে। ২০২৩ সালে তাদের আন্দোলনে হামলা করা হয়েছে।