
নিউজ ডেস্কঃ গতকাল সোমবার এখানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। কয়েকটি কারখানায় হামলার ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চলের ৫১টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় মালিক কর্তৃপক্ষ। গাজীপুরেও একটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ করে রাখেন। তবে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি ছিল শান্ত। দিনভর উৎপাদন কার্যক্রম চলে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল সচিবালয়ে বৈঠকে বসেন সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। বৈঠকে দ্রুত বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান শ্রমিক নেতারা। তবে এই মুহূর্তে মজুরি বাড়ানো সম্ভব নয় বলে বিজিএমইএর জরুরি সভায় মত দিয়েছেন উদ্যোক্তারা। সভায় সিদ্ধান্ত হয়, মজুরি বাড়ানো ছাড়া আর্থিক সংশ্লিষ্টতা নেই, এমন সব দাবি মেনে নেওয়া হবে। তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ জানায়, আশুলিয়ায় গতকাল ২৩৩টি কারখানা খোলা ছিল।