News71.com
 Bangladesh
 24 Sep 24, 09:33 AM
 160           
 0
 24 Sep 24, 09:33 AM

মোটর শোভাযাত্রা করায় বিএনপি নেতা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে শোকজ॥

মোটর শোভাযাত্রা করায় বিএনপি নেতা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে শোকজ॥

 


নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি নোয়াখালীতে খোকনের নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন