
নিউজ ডেস্কঃ তাপপ্রবাহের ব্যাপ্তি কমলেও এখনো ২৯ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এছাড়া থার্মোমিটারের পারদ নিম্নমুখী হলেও আটকে আছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসেএদিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টিপাত বেড়ে কমতে পারে তাপমাত্রা। রোববার (২২ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওযাবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।