News71.com
 Bangladesh
 22 Sep 24, 10:37 PM
 76           
 0
 22 Sep 24, 10:37 PM

সাগরে লঘুচাপের মধ্যেই দেশের ২৯ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ॥

সাগরে লঘুচাপের মধ্যেই দেশের ২৯ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ॥

 

নিউজ ডেস্কঃ তাপপ্রবাহের ব্যাপ্তি কমলেও এখনো ২৯ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এছাড়া থার্মোমিটারের পারদ নিম্নমুখী হলেও আটকে আছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসেএদিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টিপাত বেড়ে কমতে পারে তাপমাত্রা। রোববার (২২ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওযাবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন