
নিউজ ডেস্কঃ রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় পাহাড়িদের ডাকা তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ। তিনি বলেন, মূলত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন, অবরোধের কারণে তারাই আটকা পড়েছেন। পরিস্থিতি উন্নতি হলে পর্যটকদের ফিরিয়ে আনা হবে।