News71.com
 Bangladesh
 18 Sep 24, 09:16 AM
 167           
 0
 18 Sep 24, 09:16 AM

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হল সেনাবাহিনীকে॥

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হল সেনাবাহিনীকে॥

 

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের জন্য সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মেট্রোপলিটন এলাকায় এ দায়িত্ব প্রযোজ্য নয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হলো।নিয়োগের শর্তে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৭ (১) ধারা মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন