News71.com
 Bangladesh
 17 Sep 24, 09:52 PM
 119           
 0
 17 Sep 24, 09:52 PM

ময়মনসিংহে যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু॥

ময়মনসিংহে যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু॥

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে। সোমবার রাতে ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব‍্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ আসে। এর ভিত্তিতে সোমবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুলসহ কয়েকজনকে আটক করে। পরে রাত দেড়টার দিকে আহত অবস্থায় সাইদুলকে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন