News71.com
 Bangladesh
 17 Sep 24, 10:54 AM
 99           
 0
 17 Sep 24, 10:54 AM

ডিএমপির ৪ ডিসি ও ৪ এসিকে বদলি॥

ডিএমপির ৪ ডিসি ও ৪ এসিকে বদলি॥

 

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৪ জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৪ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই পদায়ন করা হয়।বদলি আদেশে এ এফ এম তারিক হোসেন খানকে ট্রাফিক মিরপুর ও তেজগাঁও বিভাগে, সালমা সৈয়দ পলিকে ট্রাফিক রমনা ও লালবাগ বিভাগে, মো. তারেক মাহমুদকে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভাগে এবং মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক ওয়ারী ও মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। বদলি হওয়া এসিদের মধ্যে মো. ফজলুল হককে কোতয়ালি জোনে, শারমিন আকতার চুনকিকে ট্রাফিক বাড্ডা জোনে, আসিফ মাহমুদ গালিফকে শ্যামপুর জোনে, হুসাইন মুহাম্মদ ফারাবীকে মতিঝিল জোনে এবং মো. ওয়াহিদুজ্জামানকে ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বদলি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন