News71.com
 Bangladesh
 15 Sep 24, 06:30 PM
 103           
 0
 15 Sep 24, 06:30 PM

শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় আটক সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে॥

শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় আটক সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে॥

 

নিউজ ডেস্কঃ গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। শনিবার শাহে আলম তালুকদারকে আটক করে পুলিশে দেয় জনতা। পরে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন