
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরা ২টি নৌকা ও ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক জেলে নিখোঁজ হয়েছেন। তবে একটি ট্রলারে থাকা ১৭ মাঝি ও জেলে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার এ ঘটা ঘটলেও আজ রোববার বিষয়টা জানাজানি হয়। রামগতি মাছ ঘাটের ব্যবসায়ী মীর মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় জেলেরা জানান, রামগতি-হাতিয়ার সীমান্তে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে থাকা ১৭ জেলেকে হাতিয়ার জেলেরা উদ্ধার করেন। এছাড়া আরও ৪টি ট্রলার ডুবে গেছে। এতে থাকা প্রায় ৬০-৭০ মাঝি ও জেলেরা এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া রামগতি সীমান্তে মেঘনা নদীতে মাছ ধরার ২টি নৌকাও ডুবে গেছে। এই দুই নৌকায় প্রায় ৩০-৩৫ জেলে ছিলেন। তাদেও সন্ধান মেলেনি।