News71.com
 Bangladesh
 15 Sep 24, 06:28 PM
 61           
 0
 15 Sep 24, 06:28 PM

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ॥ বাস ভাঙচুর-পাল্টাপাল্টি ধাওয়া

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ॥ বাস ভাঙচুর-পাল্টাপাল্টি ধাওয়া


নিউজ ডেস্কঃ ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বাস ভাঙচুরের খবরে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকদিন আগে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নেয়। সেই মারামারির পর ফের উত্তেজনা দেখা দিল।

দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা শুনতে পারেন, তাদের একটি বাস ভাঙচুর করা হয়েছে। এরপর তারা সড়কে নেমে আসেন। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন জানান, সকালের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি বহনকারী বাসে হামলা করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে বাস ভাঙচুরের ঘটনাস্থল ছিল ধানমন্ডি থানা এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন