
নিউজ ডেস্কঃ স্বৈরাচারী সরকার পতনের জন্য জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে হাজারের কাছাকাছি ছাত্রজনতা শহীদ হয়েছেন। প্রায় ৩০ হাজারের অধিক আহত হয়েছেন। তাদের এ সাহসী আত্মত্যাগ যেন কোনোভাবে শেষ না হয় সেজন্য সম্প্রতি 'জাতীয় নাগরিক কমিটি' গঠন করা হয়েছে। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত এ নাগরিক কমিটি একটি বিকল্প রাজনৈতিক দল হয়ে উঠবে এমন আলোচনাও চলছে রাজনৈতিক মহলে। তবে সংগঠনটির নেতারা বলেছেন, আমরা রাজনৈতিক দল নই, তবে আমাদের উদ্যোগ রাজনৈতিক। ছাত্র নাগরিকদের সংঘবদ্ধে আন্দোলন হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন। কিন্তু দেখা গেছে বিএনপি বলছে ওদের এতজন মারা গেছে, জামায়াত বলছে ওদের এতজন মারা গেছেন তাহলে সাধারণ যে নাগরিক মারা গেছেন তাদের কি হবে! নাগরিকদের এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।