News71.com
 Bangladesh
 14 Sep 24, 10:18 PM
 155           
 0
 14 Sep 24, 10:18 PM

বাংলাদেশে পিঁয়াজ রফতানির শর্ত শিথিল করল ভারত॥

বাংলাদেশে পিঁয়াজ রফতানির শর্ত শিথিল করল ভারত॥


নিউজ ডেস্কঃ প্রতি টন পিঁয়াজ রফতানির ক্ষেত্রে আগে নির্ধারিত ৫৫০ ডলার মূল্যের শর্তটি তুলে নিয়েছে ভারত সরকার। পাশাপাশি গত মে মাসে পিঁয়াজের চালানের ওপর আরোপিত ৪০ শতাংশ রফতানি শুল্ক কমিয়ে অর্ধেক করা হয়েছে। ফলে বাংলাদেশের বাজারেও কমতে পারে পিঁয়াজের দাম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) গতকাল শুক্রবার পিঁয়াজের সর্বনিম্ন রফতানিমূল্য বা 'মিনিমাম এক্সপোর্ট প্রাইস'–সংক্রান্ত শর্ত বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে, ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো দামে পিঁয়াজ রফতানি করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন