
নিউজ ডেস্কঃ ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে সিলেট মহানগরীতে সমাবেশ ও র্যালি করবে বিএনপি। ১৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সিলেট শহরে বিশাল র্যালি বের করে সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে সমাবেশে মিলিত হবে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। এই সমাবেশে নেতাকর্মীদের বড় জমায়েত ঘটাতে চায় দলটি। সূত্র জানায়, সমাবেশ সফল করতে সিলেট শহরজুড়ে ছয়টি টিম প্রচারণা চলাচ্ছে। বিভাগের প্রতিটি উপজেলা, মহানগরীর ওয়ার্ডে-ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছেন নেতারা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেট জেলা ও মহানগরের দায়িত্বশীলরা কাজ করছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখবেন। প্রস্তুতির অংশ হিসেবে আজ শুক্রবার রাতে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা করেছে।