News71.com
 Bangladesh
 13 Sep 24, 11:24 PM
 98           
 0
 13 Sep 24, 11:24 PM

ভারী বর্ষণে জলের নিচে কক্সবাজার শহরের ৯০ শতাংশ এলাকা॥

ভারী বর্ষণে জলের নিচে কক্সবাজার শহরের ৯০ শতাংশ এলাকা॥

 

নিউজ ডেস্কঃ টানা ১২ ঘণ্টার ভারী বর্ষণে পর্যটন নগরী কক্সবাজার শহরের ৯০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। শহরের প্রধান সড়ক, হোটেল মোটেল জোন, সৈকত সড়কসহ প্রায় ৩০টি উপ-সড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে। পানি ঢুকে নষ্ট হয়েছে কয়েকশ’ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল। জলাবদ্ধতার কারণে শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে এ জলাবদ্ধতা দেখা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলী, প্রধান সড়কের বাজারঘাটা, টেকপাড়া, কালুরদোকান, বৌদ্ধমন্দির সড়ক, বাস টার্মিনাল এলাকাসহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শহরের যান চলাচল বিঘ্ন সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন