
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে রিজিওনাল হাব অর্থাৎ ইন্টারন্যাশনাল করতে কাজ চলছে। বিমানবন্দরের উন্নয়নে একটি মহাপরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সৈয়য়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ কথা বলেন তিনি। বিমানবন্দরের চলমান বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেবিচক চেয়ারম্যান।
তিনি জানান, ছাত্র-জনতা দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। সে অনুযায়ী আমরা সব কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছি। বেবিচক চেয়ারম্যান বলেন, সৈয়দপুর বিমানবন্দরটিকে রিজিওনাল হাব হিসেব গড়ে তোলা হবে। সে ধারাবাহিকতায় ভুটান, নেপাল ও ভারতের এয়ারলাইন্সগুলো এ বিমানবন্দরটি ব্যবহারের সুযোগ পাবে। মহাপরিকল্পনা অনুযায়ী বর্তমান যে রানওয়ে রয়েছে, এর পাশে নতুন একটি রানওয়ে নির্মাণ করা হবে। এর জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম শিগগিরিই শুরু করা হবে।