News71.com
 Bangladesh
 11 Sep 24, 08:18 PM
 137           
 0
 11 Sep 24, 08:18 PM

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি॥

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি॥

 

নিউজ ডেস্কঃ ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করবে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সমন্বয়ক করে একটি কমিটি করা হয়েছে। দলটির নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রস্তুতি নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন