News71.com
 Bangladesh
 11 Sep 24, 08:18 PM
 131           
 0
 11 Sep 24, 08:18 PM

ঝিনাইদহ সীমান্ত থেকে সাবেক ডিএজি মেহেদী ও আ. লীগ নেতা রিয়াজ আটক॥

ঝিনাইদহ সীমান্ত থেকে সাবেক ডিএজি মেহেদী ও আ. লীগ নেতা রিয়াজ আটক॥

 


নিউজ ডেস্কঃ সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর । অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তিনি জানান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তারা দুজনই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানার দুটি পৃথক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন