News71.com
 Bangladesh
 11 Sep 24, 08:18 PM
 122           
 0
 11 Sep 24, 08:18 PM

পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা সহজ করার অনুরোধ॥

পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা সহজ করার অনুরোধ॥

 

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের কাছে বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৈয়দ আহমেদ মারুফ। সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় হাইকমিশনার মারুফ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা জানানোর কথা উল্লেখ করেন এবং উভয় দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।হাইকমিশনার আশা প্রকাশ করেন যে নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা বৈঠক করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন